টোনার সম্পর্কে অনেকেই ভালোভাবে জানেনা, ফেসিয়াল ফোম বা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে তারপর টোনার ব্যবহার করতে হয়, এটি মূলত ক্লিনজিং এর একটি ধাপ।
মুখ হালকা ভেজা থাকা অবস্থাতেই তুলো বা প্যাড দিয়ে আলতো করে মুখে টোনার ব্যবহার করতে হয়।
ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর মুখে যে সাবান এর অতিরিক্ত অংশ থেকে যায় টোনার সেটা দূর করে। একই সাথে এটি স্কিন থেকে ময়লা দূর করে যেটি ফেসিয়াল ফোম বা ক্লিনজার দূর করতে ব্যর্থ হয়।

টোনার এ পানির পরিমান বেশি থাকার কারণে এটি স্কিন তাড়াতাড়ি শুষে নেয় এবং তার ফলে স্কিন এর হাইড্রেশন ভালো হয়। তাছাড়া ফেসিয়াল ক্লিনজিং ব্যবহার করার ফলে ত্বকের পিএইচ লেভেল যে বেড়ে যায় টোনার ব্যবহারে তা আবার স্বাভাবিক হয়।

টোনার মেকআপ এর অবশিষ্ট ও অন্যান্য ময়লা দূর করে। ত্বকের আদ্রতা ধরে রাখে।

স্কিন এর অতিরিক্ত তেল দূর করে ব্রণ না হতে সাহায্য করে এজন্যে গ্রীষ্ম কালে টোনার ব্যবহার করা জরুরি।

টোনার ব্যবহারের পরপরই মশ্চারাইজিং ক্রিম বা সিরাম বেবহার করলে সেটা স্কিন ভালোভাবে শুষে নেয়, কারণ টোনার স্কিন কে এই ধাপের জন্য ভালোভাবে প্রস্তুত করে।

টোনার ত্বকের পোর (ছিদ্র) ছোট করতে সাহায্য করে।