Collagen body Bleaching Cream
Made in : Thailand
বডি ব্লিচ কি…?
অবাঞ্চিত লোমের কারণে অনেকেই ত্বকে সামঞ্জস্যতা আনতে ব্লিচ করিয়ে থাকে। কারণ বডির এই অবাঞ্ছিত লোম ঢেকে ফেলার সবচেয়ে সহজ উপায় হল ব্লিচ করা। এছাড়াও বডিতে সান বার্ন, ডার্ক স্পট, discoloration problem থাকলে বডি তে ব্লিচ করা হয়।
তবে যে ব্লিচ টা করছেন অবশ্যই ব্লিচ টা হতে হবে ভালো কোনো ব্রান্ড এবং কোনো ক্ষতিকর কোনো উপাদান যেনো না থাকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে।
এটা যেহেতু বডি ব্লিচ ফেইস এ ভুলেও ব্যবহার করা যাবে না। কারণ বডির চেয়ে আমাদের ফেইস এর ত্বক অনেক বেশি কোমল এবং সংবেদনশীল।
ঠিক কত দিন অন্তর ব্লিচ করা যেতে পারে, কোন ধরনের ত্বকের জন্য কোন ব্লিচ ব্যবহার করা উচিত তা জেনে নেয়া জরুরি।
বডিব্লিচ করার নিয়ম:
** ত্বকের ক্ষতি না করে ব্লিচ করতে চাইলে মাসে ২ বারের বেশি ব্লিচ করার প্রয়োজন নেই। একবার ব্লিচ করার পর অন্তত ১৫ দিনের ব্যবধান থাকা জরুরি। না হলে উল্টে ত্বকের ক্ষতি হয়ে যেতে পারে।
** ব্লিচ করার খেয়াল রাখতে হবে, কোনোভাবেই ব্লিচ যেন চোখের কোলে বা নাকের ভিতর ঢুকে না যায়। কোনো কাটা, গভীর ক্ষত বা তিলের ওপর ভুলেও ব্লিচ লাগাবেননা।
** যদি সেনসিটিভ স্কিন হয় অবশ্যই ব্লিচ করার আগে অল্প পরিমাণে কনুই তে লাগিয়ে টেস্ট করে নিন।